বিপিএল ২০২৪ লাইভ খেলার অ্যাপ
বিপিএল ২০২৪ লাইভ খেলা দেখার নিয়ম। বিপিএল ২০২৪ খেলা আপনি যদি টেলিভিশনে লাইভ দেখতে চান, তাহলে আপনার T Sports চ্যানেলটি দেখতে হবে। এটি বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল যেখানে বিপিএলের সকল ম্যাচ লাইভ সম্প্রচার করা হয়ে থাকে। আপনি যদি মোবাইল ফোনে লাইভ দেখতে চান, তাহলে আপনার ফোনে একটি App ডাউনলোড করে নিতে হবে। App টি জখন আপনাদের ফোনে ইনস্টল কোরে নিবেন তখন আপনারা বিপিএল-এর সকল ম্যাচ লাইভ স্ট্রিমিং Live Streaming সুবিধা পেয়ে থাকবেন। এক কথায় ফোনে যে App টি-কে আপনারা ইন্সটল কোরবেন সেই App এর মাধ্যমে সকল প্রকার খেলাই লাইভ দেখতে পারবেন।
পিবিএল ২০২৪ লাইভ দেখার সেই App টিকে আপনারা ইন্সটল কোরে নিতে বারবেন আমাদের এই পোষ্টের ভিতর থেকে, নিচে App এর লিংক দেওয়া আছে। অ্যাপ ইনস্টল লেখায় ক্লিক কোরলে App ইন্সটল করতে পারবেন।
App install বাটনে ক্লিক করে ২৯ সেকেন্ড অপেক্ষা করলে অ্যাপটি সম্পুর্ন ফ্রিতে ফোনে ইন্সটল করতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করেন বিপিএল ২০২৪ সের সকল লাইভ খেলা দেখার জন্য আমাদের পোস্টের ভিতর থেকে যখনই যে-কোন দশক বন্ধুরা, অ্যাপ টিকে ফোন ইন্সটল করবেন এরপর সরাসরি অ্যাপের ভিতরে প্রবেশ করলেই লাইভ দেখতে পারবেন।
অ্যাপটি ওপেন করলে প্রথমে আপনারা অ্যাপের হোমপেজ থেকে উপরে লেখা দেখতে পারবেন। BPL T20 Bangladesh Premier League 2024. তো ঠিক আপনারা BPL T20 বাটনে খেলা চলাকালিন সময়ে যখনই ক্লিক করবেন। তখনই সম্পূর্ণ ফ্রিতে খেলা উপভোগ করতে পারবেন।
আপনি যদি সরাসরি ইন্টারনেটে বা Online থেকে লাইভ উপভোগ কোরতে চান, তাহলে আপনি আমাদের এই পোষ্টের ভিতর থেকেও খেলা উপভোগ করতে পারবেন। অনলাইনে খেলা দেখার জন্য নিচের Watch New বাটনে ক্লিক করতে হবে। Watch Now বাটনে ক্লিক কোরলে সরাসরি Online থেকে আপনারা সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন।
App টি ওপেন করার সময় যদি কোন পারমিশন চায় সেটা অবশ্যই দিয়ে দিতে হব। এছাড়া-ও যদি অ্যাপ ওপেন হতে কোন ধরনের কোন প্রবলেম দেখায় তাহলে নিচে স্ক্রিনশটে দেখা এই Setting টি অফ করে রাখবেন। Setting টি Off কোরে রাখলে আর কোনো সমস্যা দেখা দিবে না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ কত সালে শুরু হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয়- ১০ই ফেব্রুয়ারি, আনুষ্ঠানিকভাবে বিপিএল দ্বিতীয় আসরের ম্যাচটি শুরু হয়- ১৭ই জনুয়ারি ২০১৩ সালে। এরপর হাটি হাটি পা করে বিপিএল ২০২৪ সালের আসু শুরু হয় ২০২৪ সালের 19 ফেব্রুয়ারি এই সময়ে।
২০২৪ বিপিএলে কয়টি দল।
২০২৪ সালের বিপিএল খেলার জন্য মোট সাতটি দল গঠন করা হয়েছে। দলগুলো হলো- ১ কুমিল্লা ভিক্টোরিয়ার্স। ২য় দল রংপুর রাইডার্স। ৩য় দল হলো- ফরচুন বরিশাল। ৪র্থ দল- সিলেট স্ট্রাইকার্স। ৫ম দল- দুর্দান্ত ঢাকা। ৬ষ্ঠ দল- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দল হলো- খুলনা টাইগারর্স। সম্মানিত ভিজিটর-গণ এই সাতটি দল মিলে বিপিএল ২০১৪ সালের আসরে মোট 46টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএল কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মানিত ভিজিটর গন ২০২৪ এর বিপিএল খেলার মোট সাতটি দল, এই সাতটি দল মিলিয়ে সর্বমোট ৪৬ টি ম্যাচে খেলা হবে। আর ৪৬ টি ম্যাচ মোট তিনটি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিনটি মাঠ থেকেই সরাসরি গ্যালারিতে দর্শকরা বসে খেলা গুলো উপভোগ করতে পারবেন। এই তিনটি স্টেডিয়ামের ভিতরে প্রথম স্টেডিয়াম হল- মিরপুর হোম অফ ক্রিকেট খ্যাত সেরে-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা। দ্বিতীয় স্টেডিয়াম হল- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবং শেষ স্টুডিয়াম হল- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম। সম্মানিত ভিজিটর গন এই তিনটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। আর তিনটি স্টেডিয়াম থেকেই দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। আর এই তিনটি স্টেডিয়াম থেকে সরাসরি বিভিন্ন স্পোর্ট চ্যানেলের মাধ্যমে খেলা সম্প্রচার হয়ে থাকবে।
আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভালো লেগেছে। সবাইকে নতুন পোস্ট দেখার জন্য Bwab24 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। BPL BWAB24.